
ভোলার চরফ্যাশনে অজ্ঞাত দুই ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরীর খাল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
হত্যাকারীরা আগুনে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করায় লাশের কিছু অংশ ঝলসে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুরে আসলামপুরের সুন্দরীর খাল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে চরফ্যাশন থানায় নিয়ে যায়।
আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে লাশের বেশকিছু অংশ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
ওসি আরো জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]