শিরোনাম
সুনামগঞ্জে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ১৯:৪৮
সুনামগঞ্জে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক বিজিবি সদস্য।


শনিবার (৬ মার্চ) বিকেলে সীমান্তের ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।


বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, শনিবার বিকেলে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গরুগুলো আটক করার চেষ্টা করলে চোরাকারবারিদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে। চোরাকারবারিদের দায়ের কোপে একজন ল্যান্স নায়েক আহত হন। এ সময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল হোসেন নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয় বলে জানতে পেরেছি। সে মারা গেছে কিনা সে বিষয়টি আমাদের জানা নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com