শিরোনাম
ডিমলায় কৃষি ঋণ বিষয়ে গণশুনানী
প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ২২:০৭
ডিমলায় কৃষি ঋণ বিষয়ে গণশুনানী
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যায়ে কৃষিতে আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষি ঋণ বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৪ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অক্সফাম ইন বাংলাদেশ ও সিপিডির যৌথ সহযোগিতায় পল্লীশ্রীর আয়োজনে এই কৃষি ঋণ বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।জেলা নেটওয়ার্কের সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,পল্লী দারিদ্র্য বিমোচন (বিআরডিবি)কর্মকর্তা রাজিউর রহমান রাজু, রুপালী ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক মিলন রায়, ব্রাক ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক এনাম আলী, আমার আমার খামারের সমন্বয়কারী ইমরুল কায়েস রুমি, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউপি সদস্য জুয়েল হোসাইন রব্বু, জেলা নেটওয়ার্কের উপদেষ্টা সরওয়ার আলম মানিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, সহ-সভাপতি লুৎফর রহমান, প্রচার সম্পাদক নুর আলম, সদস্য জাহানাজ বেগম ছবি ও মানবাধিকার নেত্রী জাহানারা বেগম।


শুনানীতে নিরীক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন, উপজেলা যুব নেটওয়ার্কের সভাপতি ও সিবিও নেত্রী শিউলি বেগম এবং সিবিও নেত্রী শিল্পী বেগম। এ ছাড়াও শুনানীতে সাংবাদিক বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের, ব্যাংকের, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকলেও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকারের বিরুদ্ধে ঋণ প্রদানে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ থাকায় তিনি কিংবা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।


বিবার্তা/সুজন/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com