
জামালপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ টুডে এম সুলতান আলম, ডিবিসি নিউজ শুভ্র মেহেদী, এস.এ টিভি ফজলে এলাহী মাকাম, দিপ্ত টিভি তানভীর আহমেদ হীরা, মোহনা টিভি ও 'বিবার্তা২৪ডটনেট'র জেলা প্রতিনিধি ওসমান হারুনীসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, জামালপুরকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত শান্তিপুর্ণ জেলা হিসেবে পরিণত করতে পুলিশ ও সাংবাদিক একসাথে একযোগে কাজ করবে। মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ওসমান/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]