
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।
স্থানীয়রা জানান, পারিবারিক কাজে ভাঙ্গায় যান মেয়র নিমাই চন্দ্র সরকার। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
তারা আরো জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]