
‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়।
দৌলতপুর ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম। সংক্ষিপ্ত আলোচনা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]