
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার নাইমুড়ী বাজারের পরে রুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ক্রসিংয়ের সময় বাসের মাঝ বরাবর ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন বাসযাত্রী মারা যান এবং অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি জব্দ করা হয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]