
সাভারে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজ নিজ বাড়িতে আটকা পড়েছে প্রায় ৫০টি পরিবার।
এলাকাবাসী বলছে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মটুকপাড়া এলাকায় আব্দুর রহিম নামের এক ব্যক্তি এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে চারতলা বাড়ি নির্মাণ করা শুরু করেন। পরে ওই এলাকার পঞ্চাশটি পরিবার আটকা পড়ে। স্কুল কলেজ ও গার্মেন্টস শ্রমিকরা বাড়ি থেকে বের হতে না পারায় চরম দুর্ভোগে পড়েন তারা।
এদিকে সরকারী রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার কথা শুনে সকালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তা দখল মুক্ত করে গ্রামবাসীর যাতায়াতের জন্য উন্মক্ত করে দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। রাস্তাটি দখলমুক্ত করায় ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
বিবার্তা/শরীফুল/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]