শিরোনাম
মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯
মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪টি ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে এই জরিমানা করা হয়।


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইটভাঁটায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।


খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারা মতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


আগামীতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।


বিবার্তা/আল-মামুন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com