
কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় একটি কসমেটিকসের গোডাউনে আগুন লেগে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে এ আগুনের সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, গোডাউনে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর পাশাপাশি, বডিস্প্রে, ও গ্যাসলাইটার সংরক্ষিত ছিল। এসব দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় দেড় কোটি টাকার সামগ্রী পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিবার্তা/শরীফুল/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]