
ময়মনসিংহের ফুলপুরে জসিম উদ্দিন হত্যায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সুজন মিয়া। জুয়ার পাওনা টাকার বিরোধে জসিম উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে স্বীকারোক্তি দেন তিনি।
এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার রাতে তাকে ময়মনসিংহ সদরের চুরখাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ১০ জানুয়ারি রাতে ফুলপুরের ধীতপুর (গদা) গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিনকে বাড়ি থেকে কৌশলে অজ্ঞাতনামারা ডেকে ফুলপুরের আমনকুড়া বিলের একটি ফিশারিতে নিয়ে যায়। ওই রাতেই রাতে জসিম উদ্দিনকে হত্যা করে সেখানেই ফেলে যায় ঘাতকরা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল। এ ঘটনায় ১২ জানুয়ারি অজ্ঞাতদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা করা হয়।
পরে সোমবার রাতে পুলিশ অভিযুক্ত সুজন মিয়াকে চুরখাই বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সুজন।
এসআই পরিমল বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]