
ঢাকার দোহারে প্রায় ছয় কেজি ওজনের তিন ফুট লম্বা মাগুর মাছ ধরা পড়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উত্তর চর জয়পাড়া দেওয়ানবাড়ির পুকুরের পানি নিষ্কাশন করলে নানান ধরনের মাছের সাথে মাগুর মাছটি ধরা পড়ে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই পুকুরটিতে ৫ থেকে ৬ বছর যাবত মাছ ধরা হয়নি। তবে গত মাস তিনেক আগে মাছ ছাড়া হয়েছিল।
সম্প্রতি পুকুরটি কচুরিপানায় ভরে যায়। সেই সাথে পানিও শুকিয়ে যাচ্ছিলো। তাই মাছ ধরার উদ্দেশ্যে পুকুরের পানি নিষ্কাশন করেন দেওয়ানবাড়ির লোকজন। সেই সাথে শখের বসে মাছ ধরতে গেলেই তাদের হাতে ধরা পড়ে ৬ কেজি ওজনের এই মাগুর মাছটি।
মাছটি ধরাপড়ার খবর ছড়িয়ে পড়লে সারা এলাকার মানুষ ছুটে আসে মাছটি এক নজর দেখার জন্য। অনেকেই এতো বড় মাগুর মাছ দেখে বিস্মিত হয়ে যান।
বিবার্তা/শামীম/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]