
বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ধুনট উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন (১৬) ও ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৮)। তারা দুইজন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
রবিবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান, ট্রাকের ধাক্কায় দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]