শিরোনাম
কুষ্টিয়ায় ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৭:১৫
কুষ্টিয়ায় ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন। অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীক্সকে সাত লাখ টাকা, এম.বি.এন ব্রীক্সকে সাত লাখ টাকা, নারায়ণপুর এলাকার এ.বি.সি ব্রীক্সকে ছয় লাখ ৪০ হাজার টাকা, হাসপাতাল রোডের এ.এম.বি ব্রীক্সকে আট লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীক্সকে আট লাখ টাকা, বি.এস.বি ব্রীক্সকে সাত লাখ ৬০ হাজার টাকা, এন.বি.এল ব্রীক্সকে আট লাখ টাকা, এইস.এল.বি ব্রীক্সকে সাত লাখ টাকা, স্বরুপপুর এলাকার এ.বি.সি ব্রীক্স ছয় লাখ টাকা ও মানিকদিয়াড় এলাকার এ.এল.এল.বি ব্রীক্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।


এ নিয়ে মোট ৭৫লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ এসব ইটভাটাগুলি ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।


অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফরুজ্জামান সহ র‌্যাব সদস্য ও পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত সোমবার একই ভ্রাম্যমাণ আদালত দৌলতপুরের তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।


বিবার্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com