শিরোনাম
ফরিদপুরে খিচুড়ি খেয়ে ২১ জন অচেতন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ০৮:৩৮
ফরিদপুরে খিচুড়ি খেয়ে ২১ জন অচেতন
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ৬ সদস্যসহ ২১ জন অচেতন হয়ে পড়েছেন। পরে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানায়, রোববার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিকভাবে খামারের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি সিরাজের জমিতে কাজ করা ১৫ জন শ্রমিকও ওই খিচুড়ি খান। এর ১ ঘণ্টার মধ্যে একে একে ২১ জন অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সংজ্ঞাহীনদের মধ্যে সিরাজ মাতুব্বরসহ তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে রয়েছে। তবে সন্ধ্যার পর তাদের কারও কারও জ্ঞান ফিরতে শুরু করেছে।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বলেন, খাবার খেয়ে সংজ্ঞা হারিয়ে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।


ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com