
১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- হেলেনা আক্তার ও আফিয়া বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহবুবর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।
জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ‘এফডিসি রোডের সামনে’ দুই নারীর কাছ থেকে দু’টি কাগজে মোড়ানো ৬০ গ্রাম ও ১২০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা পুলিশ।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]