
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানে দুই কন্যাসহ স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- লাল মিয়া হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৩), তার গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুন (১৯) এবং লাবনী খাতুন (১০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁতের কাপড় ব্যবসায়ী লাল মিয়ার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। গত দুই দিন ধরে লাল মিয়া বাড়ি আসেননি। রবিবার বেলা ১১টার দিকে তার স্ত্রী জাহানারা খাতুন বিষপান করেন এবং গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুনকেও তা পান করান। এরপর ছোট মেয়ে লাবনী বাড়ি আসলে তাকেও বিষপান করান মা। তখন লাবনী বিষ পানের বিষয়টি বুঝতে পেরে বাবাকে ফোন করে বলে তাদের মা সকলকে বিষ খাইয়েছে। এরপর তারা অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম খান জানান, মৃত অবস্থাতেই তাদের হাসপাতালে আনা হয়েছে। বিষপানেই তাদের মৃত্যু হয়েছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]