শিরোনাম
নির্বাচন কমিশনের বক্তব্যে জাতি হতাশ হয়েছে: হানিফ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৩
নির্বাচন কমিশনের বক্তব্যে জাতি হতাশ হয়েছে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভালভাবে জনগনের কাছে গ্রহণযোগ্য করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবেন, পরামর্শ দিবেন। কিন্তু নির্বাচন কমিশনের কোন একজন কমিশনার নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে জাতি হতাশ হয়েছে।


রবিবার (১৭ জানুয়ারি) বেলা দুপুর ১টায় কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুরে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের উপহারের জন্য নির্মিত বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, যেখানে উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারপরও যদি কোন কমিশনার বলেন, নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি তাতে মনে হয়েছে বিএনপি নেতার বক্তব্য আর কমিশনারের বক্তব্যের মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। আমাদের ও দেশবাসীর অনুরোধ থাকবে কোন কমিশনের উচিৎ নয় কোন দলের মুখপাত্রের ভূমিকায় কথাবার্তা বলা বা কাজ করা।


এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com