শিরোনাম
নৌকায় আগুনের ঘটনায় আরো দু’জনের মৃত্যু
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:৪২
নৌকায় আগুনের ঘটনায় আরো দু’জনের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে অগ্নিদগ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে।


শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. গিয়াস উদ্দিন (১৬) ও আবুল হাশেম (২৫)।


গিয়াস উদ্দিন নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আর হাশেম নিকলী সদরের আবু সামার ছেলে। শনিবার সকালে গিয়াস উদ্দিন ও বিকেলে আবুল হাশেমের মৃত্যু হয়।


এ নিয়ে ভাসমান নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে তিন জনের মৃত্যু হলো। চিকিৎসাধীন রয়েছেন, জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩) ও একই এলাকার ইসরাফিলের ছেলে তারেক।


শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার পরিবারের লোকজন। মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন।


আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com