শিরোনাম
পৌরসভা নির্বাচন : কুষ্টিয়ায় আ.লীগ ৩, জাসদ ১
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৫
পৌরসভা নির্বাচন : কুষ্টিয়ায় আ.লীগ ৩, জাসদ ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় চারটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তিনটিতে জয়ী এবং জাসদ সমর্থিত প্রার্থী এটিতে জয়ী হয়েছেন।


এরমধ্যে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ১১০ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৮৬ ভোট।


মিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজী মো. এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ মো. আরিফুর রহমান পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট।


ভেড়ামার পৌরসভা নির্বাচনে জাসদ সমর্থিত প্রার্থী মশাল প্রতীক নিয়ে সাত হাজার ৮২৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শামিমুল ইসলাম ছানা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ১৬৬ ভোট।


এছাড়াও কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।


এদিকে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে বিছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত। মিরপুর পৌরসভা নির্বাচন চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়।


কুষ্টিয়া, মিরপুর ও ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ব্যালটে ভোট গ্রহণ হলেও কুমারখালী পৌরসভায় ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


বিবার্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com