শিরোনাম
সখিপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৩৩
সখিপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুরে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্গনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আদালতের নির্বাহী হাকিম, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী এ জরিমানা করেন।


জানা যায়, বুধবার নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু শামা (ডালিম প্রতীক) ও সংরক্ষিত আসন ৭, ৮,৯ এর প্রার্থী সাদিয়া আফরিন লতা (টেলিফোন প্রতিক) এর নির্বাচনী মাইকিং চালানো হয়।


বৃহস্পতিবার সকালে আদালতের নির্বাহী হাকিম, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী তাদেরকে ২ হাজার টাকা করে জরিমানা করেন।


উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে রাত ৮ টার পর মাইকিং করার দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com