শিরোনাম
ঝিনাইদহে রাইস প্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপনের উদ্ভোধন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:১৮
ঝিনাইদহে রাইস প্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপনের উদ্ভোধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কার্যাক্রমের আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে বোরো ধানের চারা রাইস ট্রান্টপ্লান্টার যন্ত্র দ্বারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান, যুবলীগ নেতা নুর এ আলম বিপ্লব, বঙ্গবন্ধু পুরষ্কার প্রাপ্ত কৃষানী। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব। অনুষ্ঠানে কৃষক, কৃষানী, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এতে করে কৃষক ভাল মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে স্বল্পমূল্যে অধিক জমিতে ফসল আবাদ করতে পারবে। পাশাপাশি কৃষক অধিক ফসল ফলিয়ে লাভবান হবে।


পরে রাইস প্লান্টার যন্ত্র দ্বারা শতাধিক কৃষকের ৫০ একর জমিতে হাইব্রিড তেজগোল্ড ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com