শিরোনাম
বড়পুকুরিয়া কয়লা আত্মসাতের মামলায় কারাগারে ২২
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৫৫
বড়পুকুরিয়া কয়লা আত্মসাতের মামলায় কারাগারে ২২
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বড়পুকুরিয়ায় ২৪৪ কোটি টাকার কয়লা আত্মসাতের অভিয়োগে দুর্নীতি দমন কমিশনের দায়েকৃত মামলায় সাবেক সাত এমটিসহ ২২ জন কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন দিনাজপুর স্পেশাল জজ আদালত।


বুধবার বেলা সাড়ে ১১টায় বিচারক মাহমুদুল করিম এ আদেশ দেন।


দুদকের দেয়া চার্জশিটের উপর চার্জ গঠন এবং ২২ আসামির জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিরা হলেন, সাবেক মহা-ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, সাবেক উপ-মহা ব্যবস্থাপক একেএম খালেদুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মেদ, সাবেক মহা-ব্যবস্থাপক আবুল কাশেম প্রধানিয়া, সাবেক ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, সাবেক ব্যবস্থাপক অশোক কুমার হালদার, সাবেক ব্যবস্থাপক আরিফুর রহমান, সাবেক ব্যবস্থাপক আব্দুল আজিজসহ মোট ২২ জন কর্মকর্তা।


দুদকের পক্ষে মামলাটি পরিচলনা করেন অ্যাডভোকেট আমিনুর রহমান। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।


উল্লেখ্য, ১ লাখ ৪৩ হাজার ৭২৮ মেট্রিকটন কয়লা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন।


বিবার্তা/শাহী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com