শিরোনাম
কাউখালীতে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮
কাউখালীতে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
কাউখালী (পিরোজপুর) প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার।


এর আগে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিজযীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় মোট ১৫টি স্টল স্থান পায়।


বিবার্তা/রবিন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com