শিরোনাম
টাঙ্গাইলে ট্রলি-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৩
টাঙ্গাইলে ট্রলি-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি-অটোরিক্সা সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিক্সার চালক। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। আহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।


শনিবার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা সড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


আহতরা হচ্ছেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।


নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান আনিস জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিল। এসময় ঘনস্থালে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রলি ও অটোরিক্সা রাস্তার পাশে খাদে পরে যায়।


এসময় স্থানীয়রা আহত অটোরিক্সার চালকসহ পাঁচ যাত্রীকে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com