শিরোনাম
বড়াইগ্রামে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:০৫
বড়াইগ্রামে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাস্ক না পড়ায় দোকানি ও পথচারীসহ ২৪ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া বাজারসহ অন্যান্য বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও ওসি আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।


ইউএনও জাহাঙ্গীর আলম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক না পরা সকল পথচারী ও দোকানির মধ্যে মাস্ক বিতরণ করা হয়।


তিনি আরো জানান, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৫৫ জনের, পাজেটিভ রোগী ১৬৩ জন, নেগেটিভ রোগী এক হাজার ৮৯২ জন, আইসোলেশনের আছেন নয় জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com