শিরোনাম
কাউখালীতে মাস্ক না পরায় ৩৭ জনকে জরিমানা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ২২:৫৩
কাউখালীতে মাস্ক না পরায় ৩৭ জনকে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে।


মাস্ক ব্যবহার না করার দায়ে ৩৭ জনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।


বুধবার (২ ডিসেম্বর) সকালে কাউখালী বন্দরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন।


অপরদিকে বাশুরী, চৌ-রাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে এক হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।


অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রবিন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com