
পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার ব্রিজ পর্যন্ত সড়ক এবং ডাকবাংলা থেকে উত্তর বাজার পর্যন্ত ড্রেন নির্মাণ এবং কাউখালী মতুয়া আশ্রম থেকে ওয়ারিদ টাওয়ারের সামনে পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ডাকবাংলোর সামনে এ কাজ শুরু করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন ও নকশাকার (উপসহকারী প্রকৌশলী ) বিমল চন্দ্র বিশ্বাস।
নন-মিউনিসিপ্যাল মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এ সড়ক ও ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হবে।
বিবার্তা/রবিন/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]