শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ০৮:২১
চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।


মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে নাচোল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি জিহাদি বই জব্দ করা হয়।


গ্রেফতাররা হলেন- উপজেলার টিকইল গ্রামের মো. সানাউল্লাহ (৬৬), একই উপজেলার নিজামপুর গ্রামের মো. ফটিক (৫০) ও একই উপজেলার দোগাছি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তিনটি জিহাদি বইসহ ওই তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।


এতে আরো জানানো হয়, গ্রেফতাররা নাচোল থানায় চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের পলাতক আসামি। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এ ঘটনায় নাচোল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com