
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন করে প্রার্থী দলীয় ও তিন জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়ন দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো: কাজিউল ইসলাম, বিএনপির মো: শফিকুল ইসলাম (বেবু), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো: আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মো: মোস্তাফিজার রহমান, মো: আবু বকর সিদ্দিক ও মো: সাইদুল হাসান দুলাল।
এছাড়াও কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন পত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে একজন করে প্রার্থী দলীয় এবং স্বতন্ত্র পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কমিশনার পদে ৫১ টি ও সংরক্ষিত মহিলা পদে ১৩ টি মনোনয়ন দাখিল করেন।
বিবার্তা/সৌরভ/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]