
দিনাজপুরের হাকিমপুর, হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাত ১১ টায় পৌর সদরের দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৌর শহরের বিজিবি ক্যাম্পপট্টি এলাকার মৃত. মন্টু মিয়ার ছেলে হারুন অর রশিদ হারুনের বাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন অর রশিদ হারুন পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]