
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লতিফপুর কালিরহাট এলাকা থেকে তানজিলা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তানজিলা আক্তার ওই এলাকার মো. হেলালের মেয়ে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর জানান, আকবরশাহ থানাধীন লতিফপুর কালিরহাট এলাকা থেকে তানজিলা আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]