
চট্টগ্রামে সাগর থেকে জাটকা ইলিশ ধরে জাহাজে মজুত করে রাখার দায়ে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরীর সদরঘাট এলাকার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ জরিমানা করেন। অভিযানে টি আর ডিজনী নামক একটি জাহাজ থেকে ২ টন জাটকা জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন- মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেন (৪২)। দুইজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। অভিযুক্তরা নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ আহরণ করে সেগুলো জাহাজে সংরক্ষণ করেছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে একটি জাহাজ থেকে দুই টন জাটকা জব্দ করেছি। এই ঘটনায় দুই জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্তরা ক্ষুদ্রতর স্বার্থ হাসিল করার জন্যে বৃহত্তর স্বার্থ নষ্ট করছে। এ ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও এনএসআই কর্মকর্তারা সহায়তা করেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]