
দিনাজপুরের হাকিমপুর ও হিলিতে দ্বিতীয় দিনে মাস্ক ব্যবহার না করায় পথচারী, মোটরসাইকেল চালক, ট্রাকের ড্রাইভারসহ আটজনকে এক হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার খাট্টাউচনা বাজার, ও পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের দ্বিতীয় দিনের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় পথচারী মোটরসাইকেল চালক, ট্রাকের ড্রাইভারসহ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বিবার্তা/রব্বানী/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]