
রাজশাহীর তানোরে আয়নাল হক (৪০) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালত থেকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার কামারগাঁর ইউনিয়নের মালশিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানকালে আয়নালের কাছে ১টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আয়নাল নওগাঁ জেলার নিয়মতপুর উপজেলার বরিয়ামপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, র্যাব আয়নালকে সোমবার সকালে তানোর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/অসীম/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]