
বগুড়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে দুটি ক্লিনিকের মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি স্বজল কুমার সরকার জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় সদরের আশোকোলা এলাকায় সোনার মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক হানযালা ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুপচাঁচিয়ার সবব্দীপুর এলাকার মরিয়ম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক আবদুর রহিমকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দেয়া হয়। মালিকরা অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন বলেও জানান তিনি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]