শিরোনাম
টাঙ্গাইলে বাহাদুর হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১৮:২৯
টাঙ্গাইলে বাহাদুর হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামের মৃত মোঘল খার ছেলে বাহাদুর খা হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে ৬জনকে খালাস দিয়েছেন আদালত। ১৯৯৮ সালের ২২ নভেম্বর রাত ১০ টায় পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।


বৃহস্পতিবার (২৯অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ আদেশ দেন।


এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার রশিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আ. কাদের, মৃত ইনছান খার ছেলে চান খা, মৃত নুরু মন্ডলের ছেলে শহীদ, নেদু হাজীর ছেলে ওয়াজেদ, মৃত জুরান মন্ডলের ছেলে আবুল ও রুপচান। বেকুসুর খালাস প্রাপ্তরা হচ্ছে- রশিদপুর গ্রামের নেদু হাজীর ছেলে সাইদ, মিন্টু, সাধু, নুরু মন্ডলের ছেলে রহিজ উদ্দিন, ওসমান বেপাড়ীর ছেলে আজিজ ও ডুবাইল গ্রামের হামেদ আলীর ছেলে টেরু চান।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস আকবর আলী খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর রাত ১০ টায় পূর্ব শত্রুতার জেরে সদর উপজেলার রশিদপুর গ্রামের মৃত মোঘল খার ছেলে বাহাদুর খাকে চাপাতীসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই আব্দুল কুদ্দুস বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


১৯৯৯ সালের ৯ আগস্ট ১২ জনের নামে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার হত্যা মামলার ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরো ৬ জনকে বেকুসুর খালাস দেয়া হয়েছে। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com