শিরোনাম
প্রবাসীরা নাড়ির টানে এলাকার উন্নয়নে কাজ করেন: নাদেল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ০৭:৪২
প্রবাসীরা নাড়ির টানে এলাকার উন্নয়নে কাজ করেন: নাদেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রবাসীরা নাড়ির টানে বিদেশের মাটিতে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার উন্নয়নে কাজ করেন। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাঙালী জাতির সকল কল্যাণ ও উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মজনু মিয়ার মত দেশ প্রেমিক প্রবাসীদের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।


সোমবার (২৬ অক্টোবর) প্রবাসী মজনু মিয়ার পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ৪০টি জামে মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এম. এম. মজনু মিয়া ফোরামের ব্যানারে ওই অর্থ বিতরণ করা হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে এবং উপজেলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, এম. এম. মজনু মিয়া ফোরামের প্রতিষ্ঠাতা এম. এ. মজনু মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা সৈয়প খান, আলমগীর আহমদ, আরিফুল হক রুমেল, কবিরুল ইসলাম কবির, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, সংগঠক শেখ জামাল।


এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী ফয়জুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লাল মিয়া, শানুর আহমদ জয়দু, শেখ মকদ্দুছ আলী, সিরাজ মিয়া, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার নাঈম আহমদ, চৌধুরীগাঁও জামে মসজিদের মোতায়াল্লি শামীম আহমদ, বায়তুল মোহতারাম জামে মসজিদের মোতায়াল্লি জহির উদ্দিন, এম. এ. মজনু ফোরামের সদস্য মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, বাবুল চৌধুরী, আল-আমিন, ছোটন মিয়া, রিপন মিয়া, তুহিন আহমদ, সামাদ মিয়া, সেলিম আহমদ, ফরহাদ আলী, রইল আলী, আরিয়ান আহমদ, আবদুল মোমিন, আজির আহমদ, ময়নুল ইসলাম, আবু হাসনাত, শফিক মিয়া, সায়েদ মিয়াসহ প্রমুখ।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com