শিরোনাম
শরীয়তপুরে ১৩৯ জেলের দণ্ড-জরিমানা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ২২:৫২
শরীয়তপুরে ১৩৯ জেলের দণ্ড-জরিমানা
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা ও মামলাও দেয়া হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযানে আটকদের এ দণ্ড দেয়া হয়।


শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীর প্রায় ৮০ কিলোমিটার এলাকায় মৎস্য কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে ১৮টি অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ১৩৯ জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা হয়েছে ২০২টি। জরিমানা করা হয়েছে তিন লাখ ১০ হাজার টাকা। ১৮৩ কেজি ইলিশ ও তিন লাখ ৩১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com