শিরোনাম
তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৭:২৮
তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে মৃত প্রায় তুলশীগঙ্গা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়।


জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা।


জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জয়পুরহাট জেলার তুলশীগঙ্গা, ছোট যমুনা, চিড়ি ও হারাবতী নদী পুনঃ খনন প্রকল্পের আওতায় তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার এলাকায় খনন করা হবে। এতে নাব্যতা সংকট দূর করতে নদীর গভীরতা আরো ৭ ফুট বাড়ানো হবে। এ কাজ শেষ করতে সময় লাগবে চার মাস।


খননকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, থানার ওসি মনসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সুমন চৌধুরী।


বিবার্তা/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com