শিরোনাম
ভোলার সব নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল শুরু
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১০:১৪
ভোলার সব নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল শুরু
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার সব নদীপথে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হওয়ার দু’দিন পর লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচলের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


এতে বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, আলেকজান্ডার ও মনপুরা নদী পথে লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে। ভোলার বিভিন্ন ঘাট থেকে নৌযানগুলো গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে।


বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় নৌ বন্ধরে ৩ নম্বর সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। তাই লঞ্চ চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।


সকাল থেকেই ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নদীপথে ফেরি এবং ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল, লালমোহন-কালাইয়া, দৌলতখান-আলেকজান্ডার ও তজুমদ্দিন-মনপুরা নদীপথে নৌযান চলাচল শুরু হয়েছে।


এদিকে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হওয়ায় সরগরম হয়ে উঠেছে লঞ্চ ও ফেরিঘাটগুলো।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com