শিরোনাম
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ০৮:৪১
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনও মেলেনি। তবে লাশের পাশে পড়ে থাকা ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৪ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।


স্থানীয়রা জানান, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দেন। পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের অনতিদূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয় পত্র।


স্থানীয়দের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়ে অজ্ঞাত ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল।


ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।


সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, ঘাতকদের সনাক্ত করতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


অন্যদিকে আশুলিয়ার নরসিংহপুরের একটি বাড়ি থেকে চৌদ্দ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com