শিরোনাম
রাজশাহী নগর পুলিশের ডিবির পরিদর্শক বরখাস্ত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১০:১৪
রাজশাহী নগর পুলিশের ডিবির পরিদর্শক বরখাস্ত
রাজশাহী প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরের এক আদেশে সোমবার তাকে সিলেট রেঞ্জে সংযুক্তির নির্দেশ দেয়া হয়েছে।


আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী নগরীর উপকণ্ঠ বায়া পালপাড়া এলাকায় নওহাটা পৌরসভার এক সহকারী প্রকৌশলীকে নারীসহ আটক করেন পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম। এরপর তিনি ওই প্রকৌশলীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।


নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা এবং তিন লাখ টাকার চেক নেয়ার পর ওই প্রকৌশলীকে ছেড়ে দেন খাইরুল। বিষয়টি নিয়ে ওই সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


এতে তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় আরএমপি। এরপর তাকে আরএমপি ডিবি থেকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়।


পুলিশের একাধিক সূত্র জানায়, খাইরুল ইসলামের বিরুদ্ধে মাদকসেবন, মাদক ব্যসায়ীদের সঙ্গে সখ্যতা, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ও ফাঁসিয়ে দেয়ার ভয় দেখানো, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকাসহ নানা অভিযোগ রয়েছে।


এর আগে ২০১৪ সালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে দুই শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।


এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও খাইরুল ইসলাম ফোন ধরেননি। ফলে এনিয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com