শিরোনাম
সাভারে নারীসহ দুইজনের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৫
সাভারে নারীসহ দুইজনের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে পৃথক স্থান থেকে এক নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।


পুলিশ বলছে, সাভারের আশুলিয়ার দোসাইদ মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘরে কাজ করার সময় তিন সন্তানের জননী রুমা আক্তার (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ওই গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে ওই গৃহবধুর স্বামী ফজলুল হত দেড় বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবা ও মার মৃত্যু হওয়ায় তিন সন্তানের ভবিষৎ নিয়ে দুচিন্তায় পড়েছেন এলাকাবাসী।


অন্যদিকে হতাশা বোধ থেকে সাভারের কাউন্দিয়া এলাকায় সফিউদ্দিন সফু (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।


পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি নিজের জমানো কৃত টাকা পয়সা দিয়ে জাল দলিলের মাধ্যমে জমিজমা ক্রয় করে দীর্ঘদিন ধরে হতাশা বোধ করছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা। নিহতের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।


এদিকে সাভারের থানা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভার ব্যাংক কলোনী ল্যাবরেটরি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এক ব্যক্তি। পরে তাকে এনাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ হামলাকারী যুবককে আটক করেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com