
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চালক বাদশা মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান ও ওসি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫) ও সবুজ মিয়াকে (২১) আটক করেন।
এসময় বাদশা মিয়ার ব্যবহৃত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের কুড়িগ্রাম আদালতে মাধ্যমে ৪ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে। আটক জাহাঙ্গীর আলম বুড়াবুড়ি ইউনিয়নের সাদি গ্রামের আজগার ব্যাপারীর পুত্র এবং সবুজ মিয়া পাশ্ববর্তি সাদির গ্রামের আব্দুল হামিদের পূত্র।
পরে তাদের স্বাকারোক্তি মোতাবেক জাহাঙ্গীরের বাড়ি ও পুকুর থেকে অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গত ২৮সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র বাদশা মিয়ার (৫০)এর লাশ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবশ এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় বাদশা মিয়ার ভাই মানিক মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতের মাধ্যমে ৪ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।
বিবার্তা/সেলিম/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]