শিরোনাম
মৌলভীবাজার পৌরসভার ৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬
মৌলভীবাজার পৌরসভার ৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ ৯৬ কোটি ৬৪ লাখ ১০০৮ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করেছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের বোর্ড রুমে পৌর মেয়র ফজলুর রহমান এই বাজেট ঘোষণা করেন।


বাজেট বক্তৃতায় পৌর মেয়র জানান, করোনাভাইরাস মহামারির কারনে বাজেট ঘোষণা কার্যক্রম পরিচালনায় বিলম্ভ হয়েছে। ২০২০-২১ অর্থ বছরের মোট বাজেটের মধ্যে পৌর করসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আয় দেখানো হয়েছে ৮ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৬৩৮ টাকা। অন্য দিকে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ৫২১ টাকা। সব মিলিয়ে আয় ধরা হয়েছে ৯৭ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৬৮০ টাকা। এরমধ্যে ব্যয় হবে ৯৬ কোটি ৬৪ লাখ ১০০৮ টাকা। উদ্বৃত্ত থাকবে ৫২ লাখ ৩২ হাজার ৬৭২ টাকা।


পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে পৌর এলাকার পানি নিস্কাষণের লক্ষ্যে কোদালীছড়ার খনন, গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ, মনুনদের তীরে শান্তিবাগে সৌন্দর্য বর্ধন প্রকল্পে ওয়াকওয়ে, বৃক্ষরোপন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা, বিভিন্ন এলাকায় ফসল উৎপাদনে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাতারকাপন স্লুইসগেট নিমাণ, জগন্নাথপুরে ডাম্পিং স্টেশন নির্মাণ, সড়ক সংস্কার, বেরীলেকের সংস্কারসহ সৌন্দর্য বর্ধন কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পৌর কর্তৃপক্ষ পরিচালনা করবে।


বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইহসাক ভূঁইয়া, কাউন্সিলর জালাল আহমদ, মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমদ, শ্যামলী পুরকায়স্থ, নাহিদ হোসেন, আসাদ হোসেন মক্কু, আনিছুজ্জামান বায়েস, শিল্পি বেগম প্রমুখ।


বাজেট অনুষ্ঠানে প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন সাংবাদিক আকমল হোসেন নিপু, সৈয়দ উমেদ আলী, সালেহ এলাহী কুটি, বকসী মিছবাউর রহমান, হোসাইন আহমদ প্রমুখ।


বিবার্তা/আরিফ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com