
সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় সেলিম পালোয়ান (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক সেলিম পালোয়ান সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।
তবে এঘটনায় এখনো পলাতক রয়েছে হত্যাকাণ্ডের মূল আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের আরিচা থেকে আটক করা হয় তাকে।পুলিশ বলছে,হত্যাকান্ডের সময় সেলিম পালোয়ান সরাসরি মিজানুর রহমানের সাথে স্কুল ছাত্রীকে হত্যাকান্ডে অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে। দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
ইতোমধ্যে আলোচিত এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বিবার্তা/শরীফুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]