শিরোনাম
পাবনা- ৪ উপ নির্বাচন
নৌকা মার্কার প্রচারণায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪
নৌকা মার্কার প্রচারণায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৪ (ইশ্বরদী - আটঘরিয়া) সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস কে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ'র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নৌকা মার্কার প্রচারণায় অংশ নেয়।


২০ সেপ্টেম্বর রাত ৩টায ইছামতি সিনেমা হল মোড়ে বেড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।


২১ সেপ্টেম্বর ভোর ৫ টায় মাথপুর বাজারে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।


২১ সেপ্টেম্বর ১২টা ৩০ মিনিটে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ। অতঃপর পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আরো বক্তব্য রাখেন শামসুল হক টুকু এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল সহ নেতৃবৃন্দ।



২১ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আটঘরিয়া বাজারে আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা চেয়ারম্যান তানভীরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান। অতঃপর নৌকা মার্কার সমর্থনে প্রচারণায় অংশ নেন নেতৃবৃন্দ।


২১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ইশ্বরদী বকুলের মোড় এলাকায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ'র নেতৃত্বে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।


২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টায় ইশ্বরদী দাশুরিয়া মোড়ে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ হাওলাদার, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, আদনান সুমন, আবদুল বাসেত গালিব, রফিকুল ইসলাম ভূইয়া, ইশতিয়াক আহমেদ লিন, মির্জা মুরশেদুল আলম মিলন সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com