
করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কিছু ভূমিদস্যু তুরাগসহ বিভিন্ন নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা করছে তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।
রবিবার দুপুরে সাভারের আমিনবাজারের তুরাগ নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এসময় আরো বলেন, নদী দখলকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে ঐহিত্যবাহী তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর ৫০ হাজারেরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
করোনা ভাইরাসের সুযোগ নিয়ে যারা নতুন করে নদী দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, নদী খাল দখল করে যারা অবৈধ হাউজিং ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সরকার নদীর সৌন্দর্য বর্ধনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন নদীর গতি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাচ্ছেন। পরে তিনি তুরাগ নদীর গাবতলী ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন। এসময় বিআইডব্লিটিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সরিফুল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]