শিরোনাম
কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭
কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটির কাপ্তাইয়ের পৃথক স্থানে পানিতে ডুবে একদিনেই তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে।


শনিবার (১৯ই সেপ্টেম্বর) রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।


চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


তিনি জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে খন্তকাটা এলাকায় নিহত হওয়া শিশু দুজনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com